Thursday, January 26, 2017

কৃতজ্ঞতা


Image may contain: 1 personএকবার একটি বাঘ একজন মানুষকে খাওয়ার জন্য দৌড়াচ্ছে। মানুষটি তার জীবন রক্ষার জন্য দৌড়াচ্ছিল। কিছু দূরে একটি গাছের ডালে এক ভাল্লুক ঘুমাচ্ছিল। আর সেই লোকটি বাঘের তাড়া খেয়ে সাহায্যের জন্য চিৎকার করল আর তখন ভাল্লুকের ঘুম ভেঙ্গে গেল আর দেখল লোকটি বাঘের তাড়া খেয়ে গাছের দিকে আসছে। তখন ভাল্লুকটি হাত বাড়িয়ে দিল আর বলল উঠে এসো গাছে নাহলে বাঘ তোমাকে খেয়ে ফেলবে।
তখন লোকটি হাত বাড়ালো আর ভাল্লুক তাকে টেনে গাছে উঠালো। লোকটি ভাল্লুকের উপরের ডালে ঠায় নিল। নিচে বাঘটি অপেক্ষা করতে লাগল কখন লোকটি নামবে আর খাবে। আর লোকটি অপেক্ষা করতে লাগল কখন বাঘটি চলে যাবে।
কিছুক্ষন পর বাঘটি দেখল ভাল্লুকটি ঘুমিয়ে পড়ল। সে তখন লোকটিকে বলল, এই দেখ ভাল্লুক ঘুমিয়ে আছে তুমি যদি ভাল্লুককে ধাক্কা দিয়ে নিচে ফেলে দাও তাহলে আমি ভাল্লুককে খেতে পারব এতে আমার খিদে মিটবে আর তুমিও বেচে যাবে, তোমাকে আর খাব না। তখন লোকটি কিছুক্ষন চিন্তা করল তারপর ভাল্লুকটিকে ধাক্কা মারা শুরু করল আর ভাল্লুকটি যখন পড়ে যাচ্ছিল তখন ভাল্লুকটির ঘুম ভেঙ্গে গেল আর সাথে সাথে সে নিচে আরেকটি ডাল ধরে বেচে গেল। আর তখন বাঘটি ভাল্লুককে বলল, দেখেছ মানুষ প্রজাতিরা কি স্বার্থপর আর কি অকৃতজ্ঞ হয়, তুমি তাকে বাঁচিয়েছ আর সে কিনা তোমাকে এখন মেরে ফেলতে চেয়েছে তাই আমার কথা শুন এই অকৃতজ্ঞতার পাশে থেক না সে আবারো তোমাকে বিপদের মধ্যে ফেলবে তাই তুমি লোকটিকে ধাক্কা মেরে নিচে ফেলে দাও আমি তাকে বধ করে খাব আর এতে তোমার প্রতি যে অন্যায় করেছে তার শাস্তিও সে পেয়ে যাবে।
ভাল্লুকটি তখন বলল, মানুষ অকৃতজ্ঞতা হতে পারে কিন্তু আমি অকৃতজ্ঞ নই। সে আমার ক্ষতি করলেও আমি তার ক্ষতি করব না। তুমি এবার আসতে পার। বাঘ বলল আমি লোকটিকে না খেয়ে যাব না আর ভাল্লুক বলল আমি থাকতে তুমি একে খেতে পারবে না আমি তাকে সাহায্য করবই। তখন বাঘটি নিরাশ হয়ে চলে গেল, আর লোকটি বেচে গেল।
আমরা এই গল্পটি থেকে শিখতে পারি আমরা কৃতজ্ঞতা স্বীকার করতে পারিনা। আমরা আমাদের স্বার্থ নিয়ে কাজ করি এমনকি আমার নিজ হিতের জন্যে অন্যজনকেও ক্ষতি করে দিতে পারি। তাই ভগবান অকৃতজ্ঞতের পছন্দ করেন না। যে ব্যাক্তি কৃতজ্ঞ প্রকাশ করে সেই ব্যক্তির প্রার্থনা ভগবান শুনেন। তাই আমাদের গুরু গৌরাঙ্গের প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত ভগবানের প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত। যাদের করুনায় আমরা এই পৃথিবীতে বাস করছি যার করুনায় আমাদের আধ্যাত্মিক পথে উন্নতি হচ্ছি, যার কৃপাতে আমরা সাফল্যমন্ডিত হচ্ছি তাদের অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আর নূন্যতম যদিও আমরা কৃতজ্ঞতা প্রকাশ না করি অন্ত্যতো তাদের নিয়ে খারাপ কিছু বলব না। ভগবান সেটা পছন্দ করেন না।

0 comments:

Post a Comment