Thursday, February 16, 2017

সেবা অপরাধ

 এবার দেখা যাক সেবা
অপরাধ গুলো কি কি। বত্রিশটি সেবা অপরাধ আছে। যা হলো,
***
01) যানে আরোহন এবং চরণে পাদুকা দিয়ে ভগবদ্ গৃহে গমন,
02) ভগবদ্ যাত্রা উৎসবাদির অসেবন,
03) শ্রীকৃষ্ণের অগ্রে প্রণাম না করা,
04) উচ্ছিষ্ট যুক্ত দেহে এবং অশৌচে ভগবৎ
প্রণামাদি,
05) এক হস্ত দ্বারা প্রণাম,
06) তদগ্রে অন্য দেবতা অর্থাৎ সূর্য্যাদির
প্রদক্ষিণ,
07) তদগ্রে পাদদেশে প্রসারণ,
08) তদগ্রে পর্য্যঙ্ক-বন্ধন, অর্থাৎ বাহুযুগল দ্বারা জানুদ্বয় বেষ্টন করতঃ উপবেশন,
09) তদগ্রে শয়ন,
10) তদগ্রে ভোজন,
11) মিথ্যা ভাষণ,
12) উচ্চ ভাষণ,
13) পরস্পর কথোপকথন,
14) রোদন,
15) কলহ,
16) নিগ্রহ,
17) অনুগ্রহ,
18) সাধারণ মনুষ্যের প্রতি নিষ্ঠুর বাক্য প্রয়োগ,
19) ভগবৎ সেবা কার্য্য সময়ে কম্বল ধারণ,
20) তদগ্রে পরনিন্দা,
21) পরের প্রশংসা,
22) অশ্লীল ভাষণ,
23) অধোবায়ু-পরিত্যাগ,
24) সামর্থ্য থাকতে গৌণোপচার (অর্থ ব্যয়
করতে সামর্থ্য থাকলেও বিত্তশাঠ্য করে)
ভগবদুৎসবাদি নির্ব্বাহ করা,
25) অনিবেদিত ভক্ষণ,
26) যে কালে যে যে ফলাদি ও শস্যাদি উৎপন্ন হয়, সেই সেই দ্রব্যাদি ভগবানকে অর্পণ না করা,
27) আনীত দ্রব্যের অগ্রভাগ অন্যকে প্রদান
করতঃ অবশিষ্ট অংশ ভগবদর্থে প্রদান করা,
28) শ্রীমূর্ত্তিকে পশ্চাৎ করে উপবেশন,
29) অন্যকে প্রণাম করা,
30) গুরুর সমীপে কোনো স্তবাদি না করে মৌনভাবে
অবস্থিতি,
31) নিজের প্রসংশা করা এবং
32) দেবতায় নিন্দা করা।
***

0 comments:

Post a Comment