Thursday, February 16, 2017

মানব জীবনের কল্যানের উদ্দেশ্যে ভীষ্মদেবের উপদেশ :

মানব জীবনের কল্যানের উদ্দেশ্যে
ভীষ্মদেবের উপদেশ সমূহ:
১। ক্রোধ না করা।
২। মিথ্যা কথা না বলা।
৩। সম্পদ সমভাবে বন্টন করা।
৪। ক্ষমা করা।
৫। কেবল বিবাহিত পত্নীর দ্বারাই সন্তান উৎপাদন করা।
৬। দেহে ও মনে শুদ্ধ হওয়া।
৭। কারো প্রতি শত্রুভাবাপন্ন না হওয়া।
৮। সরল হওয়া।
৯। আশ্রিত অথবা অধীনস্তদের পালন করা।
১০। ক্রোধ থেকে মুক্ত হবার জন্য ক্ষমা করতে শিখতে হবে।
১২। অবৈধ বাসনা সমূহ থেকে মুক্ত হবার জন্য ভবিষৎ পরিকল্পনা করার প্রবণতা ত্যাগ করতে হবে।
১৩। আধ্যাত্মিক অনুশীলনের দ্বারা ঘুমকে জয় করা যায়।
১৪। সহনশীলতার দ্বারা কেউ বাসনাসমূহ এবং বিদ্বেষকে জয় করা যায়।
১৫। নিয়ন্ত্রিত আহারের দ্বারা কেউ বিভিন্ন রোগের উপদ্রব পরিহার করতে পারবে।
১৬। আত্ম-সংযমের দ্বারা মিথ্যা আশা থেকে মুক্ত হওয়া যায়।
১৭। অপ্রত্যাশিত সঙ্গ পরিহার করে অর্থ বাচানো যায়।
১৮। যোগ অনুশীলনের দ্বারা ক্ষুদা ও তৃষ্ণা জয় করা যায়।
১৯। জগতের অনিত্যতার সম্বন্ধে জ্ঞান আহরণেরফলে বিষয়-তৃষ্ণা নিবারন করা যায়।
২০। ভোরে শয্যা ত্যাগ করার দ্বারা বিহ্বলতা জয় করা যায়।
২১। তথ্য নির্ধারনের মাধ্যমে মিথ্যা তর্ক জয় করা যায়।
২২। গাম্ভীর্য এবং মৌনতার দ্বারা বাচালতা পরিহার করা যায়।
৩৩। শৌর্যের দ্বারা ভয় পরিহার করা যায়।
২৪। আত্ম অনুশীলনের ফলে যথার্থ জ্ঞান অর্জন করা যায়।
হরে কৃষ্ণ। জয় সনাতন।সকল বৈষ্ণবের চরনে শতকোটি প্রনাম।লেখার মাধ্যমে ভুলহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন!!

0 comments:

Post a Comment