Thursday, February 16, 2017

সেবাপরাধ

এ সব অপরাধ সমুহ শ্রী শ্রীচৈতন্য চরিতামৃত
হতে সংগৃহীত। এ ছাড়া আরো চল্লিশটি সেবাপরাধ আছে বরাহ পুরাণে। সেগুলি হলোঃ
***
01) রাজান্নভক্ষন,
02) অন্ধকার গৃহে শ্রীমূর্ত্তি-স্পর্শ,
03) বিধিব্যতিত উপাসনা,
04) বিনা বাদ্যে শ্রীমন্দিরের দ্বারোদ্ঘাটন,
05) কুক্কুর দৃষ্ট ভক্ষ্যের সংগ্রহ,
06) পূজাকালে মৌনতা ভঙ্গ,
07) পূজা করতে করতে মল ত্যাগার্থ গমন,
08) গন্ধ-মাল্যাদি না দিয়ে অগ্রে ধূপ প্রদান,
09) অবিহিত পুষ্প দ্বারা পূজা,
10) দন্তধাবন না করে পূজা,
11) স্ত্রীসম্ভোগ করতঃ পূজা ও শ্রীমন্দিরে প্রবেশ,
12) রজস্বলা স্ত্রীকে স্পর্শ করতঃ ভগবদ্ কর্ম,
13) দীপ স্পর্শ করে পূজা,
14) শব স্পর্শ করে পূজা,
15) রক্ত-বর্ণ, নীলবর্ণ, অধৌত, পরকীয় এবং
অপবিত্র বস্ত্র পরিধান করে পূজা,
16) মৃত দর্শন করে পূজা,
17) ক্রোধান্বিত হয়ে পূজা,
18) শ্মশান থেকে এসে পূজা,
19) কুসুম্ভ এবং পিন্যাক ভক্ষণ করে পূজা,
20) তৈলাভ্যক্ত শরীর হয়ে পূজা,
21) অজীর্ণ অবস্থায় হরির স্পর্শ এবং কর্ম্ম করা,
22) ভগবচ্ছাস্ত্রের অনাদর করে, অন্য শাস্ত্র প্রবর্তন,
23) ভগবদগ্রে তাম্বুল চর্ব্বন,
24) এরন্ডুপত্রস্থ কুসুম দ্বারা ভগবদর্চ্চন,
25) আসুরকালে ভগবৎ পূজা,
26) পীঠে এবং ভুমিতে উপবিষ্ট হয়ে ভগবৎ পূজা,
27) স্নানকালে বামহস্থ দ্বারা শ্রীমূর্তি স্পর্শ,
28) পর্য্যুষিত এবং যাচিত পুষ্প দ্বারা ভগবদর্চ্চন,
29) পূজাকালে থুৎকার নিক্ষেপ,
30) পূজাবিষয়ে গর্ব করা, অর্থাৎ আমার ন্যায় কেউ পূজা করতে পারে না ইত্যাদি মনন করা,
31) তির্য্যক্ পুন্ড্র ধারণ,
32) অপ্রক্ষালিত চরণে শ্রীমন্দিরে প্রবেশ,
33) অবৈষ্ণব পক্কান্ন ভগবানকে অর্পণ করা,
34) অবৈষ্ণব সম্মুখে বিষ্ণু পূজা,
35) গনেশের পূজা না করে ভগবান পূজা,
36) কাপালী অর্থাৎ স্বনামখ্যাত নীচজাতী
বিশেষকে দর্শন করে বিষ্ণুপূজা করা,
37) নখস্পৃষ্ট জল দ্বারা শ্রীমূর্ত্তির স্নাপন,
38) ঘর্ম্ম-লিপ্তাঙ্গ হয়ে শ্রীমূর্ত্তির পূজা করা,
39) নির্ম্মাল্য লঙ্ঘন এবং
40) ভগবানের নামে শপথাদি করা।
***
এই হলো বরাহ পুরাণের মতে চল্লিশটি সেবাপরাধ। আশাকরি, আমরা যারা না জেনে এগুলির কোনোটা না কোনোটা করে থাকি, তারা সাবধান হওয়ার চেষ্টা করবো।
পরমকরুনাময় সচ্চিদানন্দ ভগবান নিশ্চয়ই আমাদের মঙ্গল করবেন। পরমেশ্বর ভগবান সবার মঙ্গল করুণ।(দেবেন্দ্র)
!!হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম
রাম রাম হরে হরে!!
!!জয় শ্রীভগবান!! জয় রাধে!!
!!জয় শ্রীমন্ মহাপ্রভুর জয়!

0 comments:

Post a Comment