**কৃষ্ণ কথা**
*!!হরে কৃষ্ণ!!*"!
শ্রীমন্ মহাপ্রভুর শিক্ষাষ্টক!"*!!হরে কৃষ্ণ!!*"!
বন্ধুদের জন্য আজ মহাপ্রভুর শিক্ষাষ্টকের বাংলা অনুবাদ সংক্ষেপে পোস্ট করলাম। আশাকরি ভাললাগবে।

কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম
রাম রাম হরে হরে!"
"!ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ
শ্রীঅদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ!"
**শিক্ষাষ্টকঃ
01) নামসংকীর্তনের দ্বারা সকল অনর্থের বিনাশ হয়। নামসংকীর্তনে সকল শুভ ও মঙ্গলের উদয় ঘটে।নামামৃত পানে, শ্রবণে হৃদয়ে শ্রীকৃষ্ণ
প্রেমরসের উল্লাস হয়।
01) নামসংকীর্তনের দ্বারা সকল অনর্থের বিনাশ হয়। নামসংকীর্তনে সকল শুভ ও মঙ্গলের উদয় ঘটে।নামামৃত পানে, শ্রবণে হৃদয়ে শ্রীকৃষ্ণ
প্রেমরসের উল্লাস হয়।
02) শ্রীহরির অনেক নাম। যার যে রকম ভাব ও বাঞ্ছা, সেরকম ভাবের অনেক নামের প্রকাশ
করেছেন শ্রীকৃষ্ণ। প্রত্যেক নামেই সর্বশক্তি প্রয়োগ
করেছেন। নামে কালাকাল নিয়ম নেই, শুচি অশুচি বিচার নেই। যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা,
সেভাবেই নাম করা যায়।
করেছেন শ্রীকৃষ্ণ। প্রত্যেক নামেই সর্বশক্তি প্রয়োগ
করেছেন। নামে কালাকাল নিয়ম নেই, শুচি অশুচি বিচার নেই। যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা,
সেভাবেই নাম করা যায়।
03) তৃণ অপেক্ষা নিচু হয়ে, বৃক্ষের ন্যায় সহিষ্ণু হয়ে, অপরকে সম্মান দিয়ে, নিজে মান না চেয়ে, যে ব্যক্তি কৃষ্ণনাম করেন। সে ই কীর্ত্তনে সমগ্র ফল
লাভ করেন।
লাভ করেন।
04) প্রভু, হরিহে- তোমার কাছে কিছুই চাইনা। ধন,
জন, যুবতী বা কাব্যামৃত আস্বাদন, কিছুরই প্রতি
কামনা নেই। কেবল শুদ্ধ ভক্তি চাই। হে কৃষ্ণ,
কৃপাকরে শুধু তাই দাও।
জন, যুবতী বা কাব্যামৃত আস্বাদন, কিছুরই প্রতি
কামনা নেই। কেবল শুদ্ধ ভক্তি চাই। হে কৃষ্ণ,
কৃপাকরে শুধু তাই দাও।
05) শ্রীকৃষ্ণপদে অনুরাগই জীবের শ্রেষ্ঠ সম্পদ। ঐ
সম্পদ যার নেই, সে প্রকৃতই দরিদ্র। আমার এই দরিদ্র জীবন ব্যর্থ কৃষ্ণ প্রেমধন বিনা। হে কৃষ্ণ, তুমি আমাকে কীর্ত্তনের লালসা নয়, প্রেম দান করো। যাতে তোমার নাম গ্রহনে, নয়ন ধারা বয়, কন্ঠ গদগদ হয়,পুলকে অঙ্গ পরিপ্লাবিত হয়।
সম্পদ যার নেই, সে প্রকৃতই দরিদ্র। আমার এই দরিদ্র জীবন ব্যর্থ কৃষ্ণ প্রেমধন বিনা। হে কৃষ্ণ, তুমি আমাকে কীর্ত্তনের লালসা নয়, প্রেম দান করো। যাতে তোমার নাম গ্রহনে, নয়ন ধারা বয়, কন্ঠ গদগদ হয়,পুলকে অঙ্গ পরিপ্লাবিত হয়।
06) হে কৃষ্ণ, তোমার চরণ আশায় আমার দিবস
নাহি যায়। প্রতি মুহুর্ত যেন যুগের মতো। বর্ষার
মেঘের মতো আমার নয়নাশ্রু ঝরে। কবে হবে আমার এমন প্রেম ভাব।
নাহি যায়। প্রতি মুহুর্ত যেন যুগের মতো। বর্ষার
মেঘের মতো আমার নয়নাশ্রু ঝরে। কবে হবে আমার এমন প্রেম ভাব।
07) গোবিন্দ বিরহে আমার সকল কিছুই অসার হলো। ত্রিভুবন শুন্য হয়ে গেলো।
08) আমি শ্রীকৃষ্ণের শ্রীচরণ সেবিকা দাসী।
তিনি আমাকে আলিঙ্গন করে আত্মসাৎ করুণ,
কিংবা দর্শন না দিয়ে আমার দেহপ্রাণ তাপদগ্ধই করুণ। কিংবা
যেখানে সেখানে বিচরণ করে, যার তার সাথে
বিহারে রত থাকুন, তাতে আমার কিছুই যায় আসে
না। সেসব কথা আমি মনের কোনেও স্থান দেইনা।
********
এই শিক্ষাষ্টক স্মরণ, মনন, চিন্তন ও অনুরণনে মনে আসে ভগবদ্ভক্তি আর বিশুদ্ধ প্রেমের অমিয় শান্তির
আনন্দানুভুতি। তাই সবার কাছে নিবেদন, আমরা যেন এই শিক্ষাকে ভুলে না যাই, আর অহর্নিশিদিবা সকল কাজের মাঝে স্মরণ রাখার প্রয়াস করি। আর তার ব্যবহারীক প্রয়োগ আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত করার চেষ্টা করি। নিশ্চয়ই পরমকরুনাময় সচ্চিদানন্দঘন ভগবান
শ্রীকৃষ্ণ আমাদের প্রকৃত শান্তির বাতাবরণে
উন্নীত করবেন।(দেবেন্দ্র)
"!হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম
রাম রাম হরে হরে!!"
!!জয় শ্রীমন্ মহাপ্রভুর জয়!!
!!জয় শ্রীগোবিন্দ!! জয় রাধে!!
তিনি আমাকে আলিঙ্গন করে আত্মসাৎ করুণ,
কিংবা দর্শন না দিয়ে আমার দেহপ্রাণ তাপদগ্ধই করুণ। কিংবা
যেখানে সেখানে বিচরণ করে, যার তার সাথে
বিহারে রত থাকুন, তাতে আমার কিছুই যায় আসে
না। সেসব কথা আমি মনের কোনেও স্থান দেইনা।
********
এই শিক্ষাষ্টক স্মরণ, মনন, চিন্তন ও অনুরণনে মনে আসে ভগবদ্ভক্তি আর বিশুদ্ধ প্রেমের অমিয় শান্তির
আনন্দানুভুতি। তাই সবার কাছে নিবেদন, আমরা যেন এই শিক্ষাকে ভুলে না যাই, আর অহর্নিশিদিবা সকল কাজের মাঝে স্মরণ রাখার প্রয়াস করি। আর তার ব্যবহারীক প্রয়োগ আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত করার চেষ্টা করি। নিশ্চয়ই পরমকরুনাময় সচ্চিদানন্দঘন ভগবান
শ্রীকৃষ্ণ আমাদের প্রকৃত শান্তির বাতাবরণে
উন্নীত করবেন।(দেবেন্দ্র)
"!হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম
রাম রাম হরে হরে!!"
!!জয় শ্রীমন্ মহাপ্রভুর জয়!!
!!জয় শ্রীগোবিন্দ!! জয় রাধে!!
Hare Krishna
ReplyDeleteHlw
Delete