Thursday, February 16, 2017

শ্রীমদ্ভগবদ্গীতার বিষয়বস্তু

শ্রীমদ্ভগবদ্গীতার বিষয়বস্তু হল ঈশ্বর, জীব, প্রকৃতি, কর্ম ও কাল। এই কাল হল সময় যা প্রতিটি জীবনের শ্রেষ্ঠ বিনিয়োগ।
যে সময়কে সঠিক জায়গায় বিনিয়োগ করতে পেরেছে, সময়ই তাকে সঠিক জায়গায় পৌঁছে দিয়েছে।
💟চব্বিশ ঘন্টার একটা দিন সবার জন্যই। শুধু সে সময়টাকে কে কিভাবে ব্যবহার করছে তার উপরই নির্ভর করবে ইতিহাসের কোন জায়গায় আপনি থাকবেন।
💟আপনাকে ভবিষ্যতের জন্য অপেক্ষা
করতে হবে না, বরং ভবিষ্যৎই আপনার
জন্য অপেক্ষা করবে।
💟পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন,"অহমেবাক্ষয় কালঃ" ।
অর্থাৎ "হে অর্জুন আমিই সবার আয়ু ক্ষয়কারী মহাকাল"।
💟তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরন গ্রহন করে এখনই সময় সময়কে কাজে লাগানোর।
💟জাগতিক প্রবাদ আছে,
"সময়ের এক ফোঁড়,
অসময়ের দশ ফোঁড়"।
💟লালন গেয়েছেন,
"সময় গেলে সাধন হবে না"।।হরে কৃষ্ণ।।

0 comments:

Post a Comment