শ্রীমদ্ভগবদ্গীতার বিষয়বস্তু হল ঈশ্বর, জীব, প্রকৃতি, কর্ম ও কাল। এই কাল হল সময় যা প্রতিটি জীবনের শ্রেষ্ঠ বিনিয়োগ।
যে সময়কে সঠিক জায়গায় বিনিয়োগ করতে পেরেছে, সময়ই তাকে সঠিক জায়গায় পৌঁছে দিয়েছে।
যে সময়কে সঠিক জায়গায় বিনিয়োগ করতে পেরেছে, সময়ই তাকে সঠিক জায়গায় পৌঁছে দিয়েছে।


করতে হবে না, বরং ভবিষ্যৎই আপনার
জন্য অপেক্ষা করবে।

অর্থাৎ "হে অর্জুন আমিই সবার আয়ু ক্ষয়কারী মহাকাল"।


"সময়ের এক ফোঁড়,
অসময়ের দশ ফোঁড়"।

"সময় গেলে সাধন হবে না"।।হরে কৃষ্ণ।।
0 comments:
Post a Comment