Thursday, February 16, 2017

নাম অপরাধ

**কৃষ্ণ কথা**
!!*হরে কৃষ্ণ*!!
"!ঈশ্বরে সেবানামাপরাধাদি!"
*******
আমরা যারা ঈশ্বরের প্রার্থনা বা উপাসনা করি, তারা অনেকেই জানিনা
ঈশ্বরের নামকীর্ত্তন বা পুজার্চনা করতে গেলে
অনেক অপরাধ করে ফেলি। যা আমরা অঞ্জাতে
করে থাকি। এই অপরাধ গুলো নামাপরাধ এবং
সেবা অপরাধ।
প্রথমে দেখি নাম অপরাধ কি কি। দশ
প্রকার নাম অপরাধ আছে। যা হলো,
***
01) মহতের নিন্দা,
02) বিষ্ণু হতে শিবের গুননামাদিকে ভিন্ন
করে মানা,
03) গুরুতে অবঞ্জা,
04) বেদ এবং বেদানুগত শাস্ত্রের নিন্দা,
05) হরিনাম মাহাত্মে অর্থবাদ অর্থাৎ স্তুতিবাদ কল্পনা,
06) প্রকারান্তরে নাম মাহাত্মের অল্পতা
কল্পনা করা,
07) নাম বলে পাপে প্রবৃত্তি,
08) অন্য শুভ ক্রিয়ার সাথে নামের তুলনা করা,
09) শ্রদ্ধাবিহীন, বিমুখ এবং শ্রবণে রুচিরহিত
ব্যাক্তিকে হরিনামের উপদেশ এবং
10) নামমাহাত্ম শ্রবণ করেও নামে অরুচি।
এ তো গেলো নামাপরাধ।

0 comments:

Post a Comment